দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) এক সভা গত ২৮ মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। ট্রাস্টের মহাসচিব মাভৈঃ তারানাথ চক্রবর্ত্তীর সঞ্চালনায় শুরুতে গীতা থেকে পাঠ করেন অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র মজুমদার, অধ্যক্ষ জনার্দ্দন বণিক, অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, নারায়ন কান্তি দাশ, জিকু দত্ত, রাজীব দে শম্ভু, অধ্যক্ষ অনুপ চক্রবত্তী, ডা. অপূর্ব ধর ও বিভাষ দাশ। সভায় ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক ২০২২–২০২৫ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এছাড়াও আগামী ১৯ জুন বিশ্ব বাবা দিবস পালন উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।