দিয়া দে আঁখি’র ব্ল্যাক বেল্ট ১ম ড্যান লাভ

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

দিয়া দে আঁখি ব্ল্যাক বেল্ট ১ম ড্যান প্রথম স্থান অর্জন করেছে। গত ৬ সেপ্টেম্বর হাটহাজারীস্থ কারাতের প্রধান কার্যালয়ে তাকে ব্ল্যাক বেল্ট পরিয়ে দেন শিহান মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষকজাতীয় কারাতে কোচ এন্ড রেফারি সিহান অধ্যক্ষ অজয় দে। উল্লেখ্য যে, আঁখি জেলা, বিভাগ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে কাতাকুমিতে একাধিক স্বর্ণ, রৌপ্য, তাম্র পদক পেয়ে ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটপ অর্ডারের ব্যর্থতায় হার মনে করছেন জাকের
পরবর্তী নিবন্ধবিসিবির নির্বাচন ৪ অক্টোবর