দিয়াকুল ভদ্রকালী মন্দিরে ধর্মসম্মেলন

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দিয়াকুল ভদ্রকালী মায়ের মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলন গত ১২ মার্চ সত্যপদ তালুকদার বাবলার সভাপতিত্বে ও সজিব তালুকদারের সঞ্চালনায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল কান্তি সেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার আহবায়ক অমিতাভ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কলামিস্ট রূপম চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলরাম চক্রবর্ত্তী, শিক্ষাবিদ ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, ব্যবসায়ী সুমন ভৌমিক, সৈকত দাশ, দিলিপ হোড়। বক্তব্য রাখেন রাসিব তালুকদার, বিল্পব চৌধুরী, উৎসব ভৌমিক, আকাশ সেন। অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, ধর্মীয় অনুশাসন মানুষের বিবেকবোধ জাগ্রত করে। ২য় দিবসে অনুষ্ঠিত হয় অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাপুরুষদের জীবনী শ্রদ্ধা-ভক্তির কাব্য রচনার প্রেরণা জাগায়
পরবর্তী নিবন্ধহালদায় ডিম ও পোনার পরিমাণ নির্ধারণ কমিটির সভা