আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ মুহিউদ্দিন আবু মুহাম্মদ আবদুল কাদের জিলানি (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া সাজ্জাদানশীন, আল্লামা শাহসূফি আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্–কাদেরীর (মা.জি.আ) সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়েছে। নগরীর মুরাদপুরস্থ কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তন এলজিইডি ভবনে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী। এ সময় মাওলানা কাজী শফিউল আজম আল কাদেরীর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সোলাইমান আনসারী, অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আল কাদেরী, আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আল্লামা আবুল এরফান হাশেমী, আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, আল্লামা সৈয়্যদ মছিহুদ্দোলা, আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা খলিলুর রহমান নেজামী, আল্লামা শফিউল আলম নেজামী, আল্লামা কাজী ছালেকুর রহমান কাদেরী, আল্লামা ড. এ.কে. মাহবুবুর রহমান, ড. জালাল উদ্দিন আজহারী, ড. জাফর উল্লাহ, আল্লামা সৈয়্যদ বদরুল হক আল কাদেরী, আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহিউদ্দীন হাশেমী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, মুহাম্মদ আবদুল অদুদ আল কাদেরী, মাওলানা মুফতী জিল্লুর রহমান হাবিবী, অধ্যক্ষ আল্লামা শাহ আলম, মাওলানা আব্দু্ন্নবী হক্কানী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ মহী উদ্দীন তাহেরী, মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, শাহজাদা মুহাম্মদ গোলাম মুঈনুদ্দীন, এ.কে.এম ইউসুফ প্রমুখ।
এতে বক্তারা বলেন, ইমামুল আউলিয়া গাউসুল আযম আবু মুহাম্মদ মুহিউদ্দিন, শেখ সৈয়দ আবদুল কাদের জিলানী কেবল দ্বীনের সংস্কারক ছিলেন না বরং ইসলাম বা দ্বীনে ইসলামের একজন পুনরুজ্জীবনকারীও ছিলেন। তাই তিনি ‘মুহিউদ্দিন’ বা দ্বীনের পুনরুজ্জীবনকারী হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। কারণ তিনি এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন যখন ভিন্নধর্মী দর্শন মুসলিম শিক্ষা ও চিন্তার জগতকে দারুণভাবে বিভ্রান্তির কালো থাবা বিস্তার করে ফেলছিল। পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে উক্ত কনফারেন্স সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












