দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে আল্লামা ইকবালকে বাদ দেওয়ার সুপারিশ

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে কবি মোহাম্মদ ইকবালকে নিয়ে লেখা একটি অধ্যায় বাদ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে। গত শুক্রবার প্রস্তাবটি অনুমোদিত হয় বলে কাউন্সিলের এক সদস্যের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে পরিবর্তনের একটি প্রস্তাব এসেছে। ওই প্রস্তাবে সিলেবাস থেকে ইকবালের ওপর থাকা একটি অধ্যায় বাদ দিতে বলা হয়েছে, বলেছেন অ্যাকাডেমিক কাউন্সিলের ওই সদস্য। খবর বিডিনিউজের।

১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্ম নেওয়া ইকবাল বিখ্যাত ‘সারে জাহা সে আচ্ছা’ গানের রচয়িতা। আল্লামা ইকবাল নামে ব্যাপকভাবে পরিচিত পাকিস্তানের এই জাতীয় কবি পাকিস্তান ধারণার জন্মদাতা হিসেবেও পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধচাঁদপুর মাদ্রাসার তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা