দিল্লির বায়ুদূষণ ‘মারাত্মক’ পর্যায়ে, উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

| বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ পৌঁছছে ‘মারাত্মক’ পর্যায়ে। দিল্লির বাতাসের গুনমান ‘এয়ার কোয়ালিটি ইনডেঙ’ (একিউআই) ৪০০র গন্ডি পেরিয়ে দাঁড়িয়েছে ৪১৮ তে। অর্থাৎ, এ মুহূর্তে বাতাসে ভাসমান সূক্ষ ধূলিকণার পরিমাণ জনস্বাস্থ্যের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’।

গতকাল বুধবার সকাল থেকে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে ঘন ধোঁয়াশার স্তর দেখা গেছে। এর জেরে সকাল ৭টা থেকে দিল্লিতে নামতে পারেনি ৭টি উড়োজাহাজ। সেগুলোর ছয়টিকে জয়পুর এবং একটিকে লাখনউয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে ভারতীয় পত্রিকাগুলোতে। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুইস বায়ুর মান বিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারএর লাইভ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসাবে পাকিস্তানের লাহোরকেও ছাড়িয়ে গেছে দিল্লির বায়ুদূষণ।ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমিস ইন্টারন্যাশনাল মুকুট জিতে হুইনের ইতিহাস
পরবর্তী নিবন্ধরাজনৈতিক সামাজিক বাধা ভাঙতে চান শ্রীলঙ্কার প্রথম রূপান্তরকামী প্রার্থী