আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ খেলে শনিবার সকালেই ভাড়া করা বিমানে করে আইপিএলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে বাঁহাতি এই পেসারের খেলার দারুণ সম্ভাবনা আছে এমনটাই জানিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো। কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজকে ছাড়াই একাদশ সাজায় দিল্লি।
আইপিএল এবারের আসর থেকে শুরু হয়েছে ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম। অর্থাৎ ম্যাচের যেকোনো সময়ে একটি খেলোয়াড় পরিবর্তন করতে পারবে প্রতিটি দল। তবে মোস্তাফিজের ক্ষেত্রে সেই সুযোগও ছিল না। কেননা তাকে বেঞ্চের খেলোয়াড়ের তালিকায় রাখেনি দিল্লি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি তিন বিদেশি খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। আইপিএলে দিল্লির পরবর্তী ম্যাচ আগামী ৪ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে। সেই ম্যাচে মোস্তাফিজ খেলবেন কি না তা সময়ই বলে দেবে।