আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। বিএনপির ইউরোপ–আমেরিকার স্বপ্নও ভেঙে গেছে। তিনি বলেন, দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম। তাদের চোখ–মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে।
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ভালোবাসা নিয়েই আছে। এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মকারীদের দল নয়। জনকল্যাণে আওয়ামী লীগ সবসময় সতর্ক অবস্থান জানান দেয়। খবর বাংলানিউজের।
এ সময় যুবলীগকে আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। যুবলীগের প্রশংসা করে বলেন, যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ, আন্দোলন সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন।
মনোনয়ন বাণিজ্য করতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি : অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বাণিজ্য করতে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর পেছনে রয়েছেন লন্ডনে বসবাসরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে। তারা একেকবার একেকজনের ওপর ভর করে। টাকা খরচ করে তারা বিদেশিদের দিয়ে স্টেটমেন্ট ও সংগ্রহ করে। তিনি আরও বলেন, এক এগারোর গঠন করার স্বপ্ন দেখেছিল বিএনপি। কিন্তু সেই দিন আর নেই। এদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায়। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে আর আগামী নির্বাচনই বলে দেবে কে বাংলাদেশের ক্ষমতায় বসবে।
এ সময় ড. মুহাম্মদ ইউনূসের মতো আদালতের দণ্ডপ্রাপ্তের জন্য বিদেশিদের বিবৃতি কেন আসে সেই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ইউনূসকে কেমন করে আপন ভাববেন, সে প্রশ্ন রাখেন তিনি।
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা প্রত্যাহারে দাবিতে বিদেশি গণমাধ্যমে যে বিবৃতি ছাপা হয়েছে, তার পেছনে বিপুল অর্থ খরচ করা হয়েছে দাবি করে অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ড. ইউনুস আমাদের সুখে–দুখে নেই। তাকে আপন মানুষ ভাবব কেমন করে?… যে বিবৃতি তিনি ছাপিয়েছেন তার খরচ দুই মিলিয়ন ডলার। কোথা থেকে এল এত টাকা?
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইউনূসের রাজনৈতিক দল গঠনের ঘোষণা এবং পরে পিছিয়ে আসার বিষয়টিও স্মরণ করেন ওবায়দুল কাদের। এখন আর সেটি সম্ভব নয় বলে মনে করেন তিনি। বিএনপি এখন ইউনূসের ওপর ভর করেছে বলে মন্তব্য করেন তিনি।