দিল্লিতে ৯০ দেশের রাষ্ট্রদূতদের ‘ব্রিফ’ করবেন পররাষ্ট্র সচিব

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের জন্যও দায়িত্বপ্রাপ্ত এমন ৯০টি দেশের মিশনপ্রধানদের কাছে জাতীয় নির্বাচনের বিষয়ে অবহিত করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন; সফরকালে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গেও নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে তার। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রশ্নোত্তরে বাংলাদেশের নির্বাচনের আগে এ সফরের নানান বিষয় উঠে আসে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, ‘বাংলাদেশে কনকারেন্টলি অ্যাক্রেডিটেড প্রায় ৯০টা দূতাবাস আছে দিল্লিতে। তাদের সাথে আমি মিলিত হব একটা ইন্টার‌্যাক্টিভ সেশনে এবং সেখানে আমরা এই সমস্ত মিশন প্রধানদেরকে আমাদের উন্নয়নের যে অগ্রগতি সেগুলো আমরা ব্রিফ করব। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, বিশেষ করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তাদেরকে ব্রিফ করব।’ রাষ্ট্রদূতদের ব্রিফ করার বিষয়ে তিনি বলেন, তারা হয়ত সংবাদমাধ্যম, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক খবর পান। কিন্তু বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বৈঠকে বিভিন্ন বিষয়ে তুলে ধরা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধদায়িত্ব পালনের পাশাপাশি নিজের নিরাপত্তায় সচেষ্ট থাকার নির্দেশ