দিল্লিতে বিমানবন্দরের ছাদ ধসে এক জনের মৃত্যু

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:৩৭ পূর্বাহ্ণ

প্রবল বর্ষণে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ। গতকাল শুক্রবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লি এই বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়লে এককজন নিহত হন। ফলে এই টার্মিনালের কার্যক্রম স্থগিত করা হয়েছে। খবর বাংলানিউজের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ার পরে কমপক্ষে একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় টেঙিসহ অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ার পর পিকআপ এবং ড্রপ এলাকায় পার্ক করা টেঙিসহ গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। এক বিবৃতিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আভ্যন্তরীণ ফ্লাইটের কাজে ব্যবহৃত বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ আজ সকাল থেকে ‘প্রবল বৃষ্টির’ কারণে ভেঙে পড়েছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। এই ঘটনার ফলে ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত বহির্গমন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সতর্কতার অংশ হিসেবে চেকইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইমরান-বুশরার সাজা স্থগিতের আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধবাইডেন-ট্রাম্প বিতর্কে কে জিতলেন?