দিল্লিতে বিক্ষোভ মিছিল থেকে আটক রাহুল, প্রিয়াঙ্কা

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও শিবসেনার (ইউবিটি) সঞ্জয় রাউতসহ একাধিক সাংসদকে আটক করেছে পুলিশ। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তারা। খবর বিডিনিউজের।

এনডিটিভি জানিয়েছে, সাংসদরা পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় যাওয়ার পথে প্রথমেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। তখন সেখানে বসেই স্লোগান দেওয়া শুরু করেন তারা। কয়েকজন ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ এমপিদের আটক করা শুরু করে। আটক এমপিদের মধ্যে তৃণমূলের মহুয়া মৈত্র, মিতালি বাগও রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

রাহুল ও অন্য সাংসদদের বাসে করে থানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কংগ্রেসের নেতা বলেন, লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান বাঁচানোর লড়াই। লড়াই এক ব্যক্তির এক ভোটের জন্য। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত সাংসদদের আটক করার কথা নিশ্চিত করলেও কতজনকে আটক করা হয়েছে তা বলতে পারেননি। ইনডিয়া জোটের আটক নেতাদের কাছাকাছি থানায় নিয়ে যাওয়া হচ্ছে, বলেছেন তিনি। পুলিশের কর্মকর্তা জানান, এত বড় মিছিল করার অনুমতি নেননি বিরোধী সাংসদরা। ৩০ জন পর্যন্ত সাংসদকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যেতে ও অভিযোগ জমা দিতে অনুমতি দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন বলেছিল ৩০ জুন সাংসদ তাদের সঙ্গে দেখা করতে আসতে পারে। কিন্তু ২০০ জনের বেশি মিছিল নিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় আমরা তাদের থামাই। তারপর আটক করি।

পূর্ববর্তী নিবন্ধরাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের তাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধঅর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবো