দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে ‘বাংলাদেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোরালো উদ্বেগ’ প্রকাশ করার কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, ভারতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বুধবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ভারতের জোরালো উদ্বেগ তুলে ধরেছে। কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডও বিশেষভাবে তার নজরে আনা হয়েছে, যারা ঢাকার ভারতীয় মিশনকে কেন্দ্র করে একটি নিরাপত্তা পরিস্থিতি তৈরির ঘোষণা দিয়েছে। খবর বিডিনিউজের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ নিয়ে উগ্রবাদী শক্তি যে মিথ্যা বয়ান তৈরি করতে চায়, ভারত তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে। এটা দুর্ভাগ্যজনক যে, অন্তর্বর্তী সরকার এর বিস্তারিত তদন্তও করেনি আর এসব ঘটনায় অর্থবহ কোনো প্রমাণও ভারতের কাছে দেয়নি।
বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার শেকড় প্রোথিত মুক্তিযুদ্ধের সংগ্রামে এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণ থেকে জনগণ সম্পর্কের মধ্য দিয়ে সেটি জোরদার হয়েছে বলে বিবৃতিতে বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।
আগামী নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান আমরা অব্যাহতভাবে জানিয়ে আসছি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশের সব মিশন ও দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।
এর আগে সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকার ভারতীয় ভিসা সেন্টার কয়েক ঘণ্টার জন্য বন্ধ : ভারতীয় হাই কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের মার্চের ডাক দেওয়ার মধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণে বুধবার দুপুর ২টা থেকে দিনের কার্যক্রম বন্ধের কথা বলা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপনাদের নজরে আনা যাচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকার আইভ্যাক বুধবার দুপুর ২টায় বন্ধ করা হবে। আজকের দিনে ভিসা আবেদন জমার স্লট যাদের রয়েছে, তাদেরকে পরবর্তী অন্যদিনে স্লট দেওয়া হবে।
‘শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে’ বুধবার বিকালে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন। বুধবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হয়, যা আগেরদিন মঙ্গলবার জানিয়েছিলেন আয়োজকরা।












