দিল্লিতে খলিলুর-দোভাল বৈঠক, প্রধান দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যে আলোচনায় উঠে এসেছে প্রধান সব দ্বিপক্ষীয় বিষয়। গতকাল বুধবার তাদের এ বৈঠকে হওয়া কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে বৈঠক করেছে। সিএসসি এর কাজ এবং প্রধান প্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয় তাদের আলোচনায় ছিল তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর। ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গেছেন খলিলুর; যিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ক সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভও। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই দিল্লিতে পৌঁছান তিনি। বৃহস্পতিবার (আজ) কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের বিভিন্ন গেটে বহিরাগতদের চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধসাবেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ