দিল্লিতে আম আদমির রাজত্ব শেষ, বিজেপির বড় জয়

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

এক দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির (এএপি) ভরাডুবিতে ২৭ বছর পর রাজধানী দখলের পথে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

গতকাল শনিবার প্রথম ৩ ঘণ্টার ভোট গণনা শেষে এই চিত্রই ফুটে উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। শহরটির বিধানসভার ৭০টি আসনের প্রায় প্রতিটিতেই চারপাঁচ রাউন্ড গণনার ফল প্রকাশিত হয়েছে। তাতে নিজ নিজ আসনে এএপির অনেক হেভিওয়েট প্রার্থীকেই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর পেছনে থাকতে দেখা যাচ্ছে। এরই মধ্যে কেজরিওয়াল ও তার ডেপুটি মনীষ সিসৌদিয়া তাদের আসনে পরাজিত হয়েছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। খবর বিডিনিউজের।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ও তার জোটের প্রার্থীরা ৪৭টি আসনে এগিয়ে, আম আদমি ২৩ আসনে। ভোটের ট্রেন্ড দেখে বিজেপির দিল্লি সদরদপ্তরে উৎসব শুরু হয়েছে, কবরের নিস্তব্ধতা আম আদমির কার্যালয়ে।

কংগ্রেসের ভাগ্যে এবারও শিকে ছিড়বে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কোনো আসন না জিতলে টানা তিন নির্বাচনে শূন্যের হ্যাটট্রিক করবে তারা।

পূর্ববর্তী নিবন্ধশাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড
পরবর্তী নিবন্ধইউএসএইডের ২২০০ কর্মীকে ছুটিতে পাঠাতে ট্রাম্পের পরিকল্পনা স্থগিত