দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা

জি-২০ সম্মেলন

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী জি২০ সম্মেলন। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের নেতারা অংশ নেবেন এই সম্মেলনে। ভারতে প্রথমবারের মতো জি২০ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। খবর বাংলানিউজের।

দিল্লি পুলিশ ও প্যারা মিলিটারিসহ সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে রাজধানীর নিরাপত্তার দায়িত্বে। দিল্লির প্রায় ২৩টি হোটেলে বহুস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানরা থাকবেন।

পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা, অঞ্চল) সাগর প্রীত হুদা বলেন, জি২০ শীর্ষ সম্মেলন ঘিরে নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির সব সরকারি উঁচু ভবনগুলো সিল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দিল্লি সংলগ্ন দরিয়াগঞ্জ ও কমলা মার্কেট এলাকার সমস্ত বহুতল ভবন তিন দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে আরও ৬০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধতারের নিচে বালুর স্তূপ, খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশু