দিল্লিকে উড়িয়ে ফাইনালে মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০১ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের সামনে কোনো বাধা হতে পারল না দিল্লি ক্যাপিটাল। আইপিএলের কোয়ালিফাইয়ার রাউন্ডের ম্যাচে দিল্লি ক্যাপিটালকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল দিল্লি ক্যাপিটালকে ৫৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মুম্বাই। এই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে আছে দিল্লির। গতকাল প্রথমে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইশান কিশান করেন সর্বোচ্চ ৫৫ রান। এছাড়া যাদব ৫১, ডি কক ৪৯, পান্ডিয়া করেন ৩৭ রান। দিল্লির পক্ষে অশ্বিন নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটাল ২০ ওভারে ১৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে স্টয়নিক ৬৫, প্যাটলে ৪২ এবং রাবাদা করেন ১৫ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে বুমরাহ নেন ৪ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন জাসপ্রতি বুমরাহ।

পূর্ববর্তী নিবন্ধইউসিবিএল সদরঘাট শাখায় আখতারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকী পালন
পরবর্তী নিবন্ধমরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত