দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্প্রতি প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অধ্যক্ষ মো. মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পিতা–মাতার মত শিক্ষকদেরও যথাযথ শ্রদ্ধা ও সম্মান করার আহবান জানান। তিনি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিষ্ঠান প্রাঙ্গণে পিঠা উৎসব উদ্বোধন করেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম বি.এসসি। উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য নুরুল আমিন চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক মোহাম্মদ সহিদ উল্ল্যা। প্রেস বিজ্ঞপ্তি।