দিলীপ-দোলন ও তাদের স্ত্রী পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান ও তাদের স্ত্রীপুত্রদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় দিলীপ ছাড়াও রয়েছেন তার স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের দুই সন্তান ইয়াশ আগরওয়ালা ও আঁচল আগরওয়ালা। অপরদিকে দোলন ও তার স্ত্রী শারমীন খান, তাদের সন্তান আলিফ ইমরান খান ও লাবিবা নিসারাত খানের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।

দুদকের উপপরিচালক রেজাউল করিম দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। দিলীপ আগরওয়ালা বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিমান দুর্ঘটনায় আনজুমান ট্রাস্টের শোক প্রকাশ