দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের রাস্তার ধসে যাওয়া অংশ মেরামত শুরু

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

বিগত কয়েকদিনের টানা বর্ষনে চন্দনাইশের দোহাজারী পৌরসভার দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ধ্বসে যাওয়ার স্থান মেরামত শুরু করেছে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ধ্বসে যাওয়া স্থানে বালির বস্তা দিয়ে প্রাথমিক সংস্কার কাজ শুরু হয়। গত ১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম প্রাথমিকভাবে সংস্কার কাজ শুরু করার কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. নাজিম উদ্দীন মাষ্টারের তত্ত্বাবধান সংস্কার কাজ শুরু হয়।

দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম জানান, বিগত কয়েকদিনের ভারী বর্ষনের ফলে দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের রাস্তাঘাটের মাটি ধুয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে তাই টেকসই কাজ করা যাচ্ছে না। এই মুহুর্তে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের যোগাযোগ স্বাভাবিক রাখতে বালির বস্তা দিয়ে প্রাথমিকভাবে সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃষ্টি কমে আসলে টেকসই সংস্কার কাজ শুরু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজিমনেসিয়াম বহুতল করতে তিনশ কোটি টাকার স্বপ্নের প্রকল্প
পরবর্তী নিবন্ধখুলশীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু