দিবাকরের স্পর্শে

নিতু চক্রবর্তী | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ভরদুপুরে অস্ত রবি,

আকাশে মেঘের ছবি,

প্রকৃতিতে বৃষ্টির আলিঙ্গন

সবুজের আধিক্যে উতলা মনে

নিয়ে যায় সখীদের সনে

যেন মন খোঁজে বিটবীতে নির্বাসন।

সবুজ যেন নানান রঙে

হালকা, ভারী হলদেটে

অপরূপ ভূষণে সবুজের সরোবর

মধ্যে রঙিন ফুলের সারি,

ভোমরের সাথে ভাব ভারী

মুগ্ধচিত্তে সুধাগন্ধে তৃপ্ত কলেবর।

ফিরিতে চাহে না মন

নিরানন্দ অন্ধ কারাগারে

যেথায় অদৃশ্য নির্মলআকাশ, পূর্ণিমার শশী

ইটপাথরের রাজ্যে

তৃণ তরুশূন্য প্রান্তরে

দিবাকরের স্পর্শে যেন জলন্ত বালুকারাশি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক মূল্যবোধ ও প্রকৃতি প্রেম
পরবর্তী নিবন্ধবাড়ছে মধ্যবিত্ত জনগোষ্ঠীর অর্থনৈতিক টানাপোড়ন