নভেম্বর- ডিসেম্বর মাস স্কুলগুলো থাকতো রঙে রঙে রঙিন। স্কুলে স্কুলে চলতো ক্লাসপার্টি, সারা ক্লাস জুড়ে বেলুন দিয়ে সাজানো হতো। ছাত্র, ছাত্রীরা বিভিন্ন কিছু অংকন করে ক্লাসকে সুসজ্জিত করতো। আরো থাকতো জরি, স্প্রে, কেক বানিয়ে আনতো কেউ কেউ। অনেক ফুলের সমাহার হতো। ছাত্র-ছাত্রীরা আগে থেকেই পরিকল্পনা করে রাখতো কে কি করবে। নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক, সবশেষে খাওয়া দাওয়া। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। যদিও বিদায় অনুষ্ঠান তারপরও নাচ, গান একসাথে খাওয়া। ২০২০ সালে এসব আনন্দ অনুষ্ঠান থেকে সবাই বঞ্চিত। নেই মীনা বাজারের আনন্দ, বিজয় মেলা, বিজয় উৎসব। কোথাও শোনা যাচ্ছে না, গাড়িতে পিকনিকের মাইক বাজতে। কেমন চারদিক নীরব। নেই বার্ষিক পরীক্ষার টেনশন। রেজাল্ট, আগের মতো নেই ভর্তির কোনো প্রতিযোগিতা! তবে উদ্বিগ্ন ভর্তি পরীক্ষা নিয়ে! লটারী হবে! আবার এ লটারীতে অনেক মেধাবী ছাত্র, ছাত্রীরা বাদ পড়বে। তাদের সারাজীবন মনে থাকবে এই ২০২০ সালের কথা।