দিনে সাইকেল চোর, রাতে ইয়াবা ব্যবসায়ী

আজাদী অনলাইন | সোমবার , ১০ মে, ২০২১ at ৭:১৮ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার বলিরপাড়া থেকে সাইকেল চুরি করার সময় দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ মে) রাতে সিডিএ ১নং গলির শেষ মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আব্দুল মালেক রুমান (২২) ও বেলাল উদ্দিন রনি (২৮)। বাংলানিউজ
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, “গ্রেফতার দুইজনসহ চারজন দিনের বেলা সাইকেল চুরি করার সিন্ডিকেট। আর রাতের বেলা ইয়াবা বিক্রি করে। তাদের মধ্যে দুইজন রেকি করে সাইকেলের অবস্থান নিশ্চিত করে ও চারজন মিলেই সেটা চুরি করে।”
তিনি আরও জানান, তাদের মধ্যে একজন ইয়াবা সংগ্রহ ও একজন ইয়াবা জমা রাখে এবং দুইজন ক্রেতা সংগ্রহ করে।
গতকাল রাতে যখন তারা ইয়াবা বিক্রি করতে যাচ্ছিল তখনই বলিরপাড়া সিডিএ ১নং গলির শেষ মাথার ‘জুনাইদ কটেজে’ একটি সাইকেল দেখতে পায়। সাইকেলটি চুরি করার সময় ঘরে থাকা সিসি ক্যামেরায় দেখতে পেয়ে গৃহকর্তী চিৎকার করেন। তার চিৎকার শুনে লোকজন এসে রুমানকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে রুমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রনিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধটাকায় করোনাভাইরাস!