দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, আরেক নেতার সংগ্রহ

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর(সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে গতকাল রোববার বিকেল ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দেন দলের নেতাকর্মীরা। খবর বিডিনিউজের।

এদিকে এর দুই ঘণ্টা আগে হঠাৎ করেই একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, দলের হাইকমান্ডের নির্দেশে তিনি এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও তিনি বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ছিলেন। কিন্তু তার মনোনয়নপত্র সংগ্রহের খবরটি জানাজানি হলে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈয়দ জাহাঙ্গীর আলম এ সময় নেতৃবৃন্দের সহযোগিতায় রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে থেকে দ্রুত চলে বেরিয়ে যান।

পরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির জেলা সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল সাংবাদিকদের বলেন, সৈয়দ জাহাঙ্গীর আলম কেন এবং কার নির্দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তা আমাদের জানা নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, তাকেই যদি দল থেকে নির্বাচন করতে বলা হয় তবে আমাদের কেন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমার নির্দেশ দেয় হলো।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
পরবর্তী নিবন্ধনির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, সতর্ক থাকুন : ফখরুল