বিএনপি’র ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষদিন গতকালও স্বাভাবিক ছিল জনজীবন। সকাল থেকে নগরে চলাচল করেছে গণপরিবহন। বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পো, সিএনজি অটোরিকশাসহ নানা যানবাহনের চাপে দিনভর মোড়ে মোড়ে ছিল যানজট। মহাসড়কেও যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে অবরোধ চলাকালে নগরের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। অবশ্য অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এছাড়া অবরোধকে কেন্দ্র করে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ দলের আরো ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করার অভিযোগ করেছেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। এছাড়া নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ করা হয়।
ইদ্রিস আলী আজাদীকে বলেন, আবুল হাশেম বক্করের এনায়েত বাজারস্থ বাটলি রোডের বাসায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় ১০০–১৫০ জন পুলিশ তার বাসার চারিদিকে ঘেরাও করে হ্যান্ড মাইকে চিৎকার করে তাকে আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। পরে বাসায় তল্লাশি চালায়। এসময় বক্কর ভাইয়ের পরিবারের মহিলা সদস্যদের সাথে অশালীন ব্যবহার করে। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইকে আবুল হাশেম বক্করকে মিছিলে না যাওয়ার হুমকি দেন। মিছিলে দেখলেই কলার ধরে থানায় নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেন। দেশের একজন নাগরিক হিসেবে এবং একটি গণতান্ত্রিক দলের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব হিসেবে মিছিল করার অধিকার তার রয়েছে। পুলিশ এভাবে মিছিলে না যাওয়ার হুমকি দেওয়ার ঘটনা নিন্দনীয়। দলের সিনিয়র নেতারা এর প্রতিবাদ জানিয়েছেন।
ঝটিকা মিছিল : গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও নকিব উদ্দীন ভূইয়ার নেতৃত্বে হালিশহর বড়পপোল এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। মহিলা দলনেত্রী জেসমিনা খানম, আঁখি সুলতানা, দেওয়ান মাহমুদা আক্তার লিটা ও ফাতেমা কাজলের নেতৃত্বে ওয়াপদা মোড়, মাঈনুদ্দীন মো. শহিদের নেতৃত্বে লিংক রোড, শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কাজীর দেউড়ি ও লালখান বাজার মোড়ে মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া পুরাতন চান্দগাঁও থানা থেকে মৌলভীপুকুর এলাকা, রাহাত্তারপুল কালামিয়া বাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ চৌমুহনী পাহাড়তলী ডিটি রোড থেকে লাকী হোটেল মোড় ও বন্দর এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
গ্রেপ্তার ২০ :
গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে রয়েছেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। তাকে গতকাল সন্ধ্যায় পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের মধ্যে রয়েছেন– ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা কাজী মিন্টু, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মো. ফারুক, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলী, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদ, চান্দগাঁও থানা যুবদল নেতা মোরশেদ ফয়সাল, মোহরা যুবদল নেতা নুরুল আবছার, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মো. আলাউদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর এম এ শুক্কুর, বিএনপি নেতা আমজাদ আলী, যুবদল নেতা খোরশেদ আলম, কামরুল ইসলাম শিহাব, শহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ রাকিব, তৌহিদুল ইসলাম, সাঈদুল হোসেন অভি, আবুল খায়ের জিসান।