দিনভর মেঘলা আকাশ, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সাগরে নিম্নচাপ, বাড়তে পারে শীত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

পৌষের ষষ্ঠ দিনে এসে গতকাল মেঘলা দিন পার করল নগরবাসী। দিনভর দেখা মিলেনি সূর্যের। কমেছে তাপমাত্রাও। সব মিলিয়ে শীত কিছুটা বেড়েছে। এছাড়া সন্ধ্যায় হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।

এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ধীরগতিতে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দেওয়া হয়।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কঙবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব কেটে গেলে বাড়বে শীত। ওই ক্ষেত্রে এ তীব্রতা বাড়তে পারে আগামী সপ্তাহে। এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী আজাদীকে জানান, গতকাল দিনভর কুয়াশা ছিল। মেঘের কারণে কুয়াশা বেড়ে গেছে। মেঘের অনেকগুলো আস্তরণ ছিল, এজন্য দিনভর সূর্য দেখা যায়নি। আজ রোববারও একই অবস্থা থাকতে পারে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে শীতের মাত্রা বাড়তে পারে। এখন সাগরে একটা ডিপ্রেশন (নিম্নচাপ) আছে। আকাশে মেঘ আছে। ওই কারণে শীতটা কম অনুভূত হচ্ছে। ডিপ্রেশনটা কেটে গেলে শীত ভালোই অনুভূত হবে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, আজ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দুয়েক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকা এবং তৎসংলগ্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তর অথবা উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধসামিটের উৎসে কর ‘ফাঁকি’ ১ হাজার ১১২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরাখাইনে জান্তা বাহিনীর সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির