দিনভর বন্যা নিয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন তিনি

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সামাজিক সংগঠন টিম ৭১-এর সদস্য টিটু চৌধুরী। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

টিটু চৌধুরীর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি বলেছেন যে টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। এসময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। খবর বিবিসি বাংলা ও বাংলানিউজের।

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দুদিনে বহুবার ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চাচ্ছিলেন টিটু চৌধুরী। গতকাল সকাল ১১টা ১৪ মিনিটে সিলেট ছাড়তে রেলস্টেশনে মানুষের হিড়িক- এমন একটি সংবাদ শেয়ার করেছিলেন তিনি। এর মধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় পানি বেড়ে যায় এবং এসব এলাকাগুলোর মধ্যে শাপলাবাগও রয়েছে। পানি বাড়তে থাকায় বৃদ্ধ মাকে নিয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

তার বাসার সামনেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিলো। বাসা ছাড়ার আগমুহূর্তে বাসার ভেতরে পানিতে দাঁড়িয়ে টিভির সুইচ খুলে রাখার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেষ পর্যন্ত মারা যান টিটু চৌধুরী।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসবুজ ঝিনুক ও করতাল চাষের উপযোগী ৩২ লাখ হেক্টর জলসীমা
পরবর্তী নিবন্ধসিলেট-সুনামগঞ্জ বিচ্ছিন্ন