পটিয়া উপজেলার মুজাফরাবাদে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন ‘সমন্বয়’ ও ‘বধ্যভূমি সংরক্ষণ পরিষদ’ এর যৌথ উদ্যোগে এবং পটিয়া উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আজ পালিত হবে মুজাফরাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ৩ মে পাক হানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞে শান্তিপ্রিয় আদর্শ গ্রাম মুজাফরাবাদে প্রায় ৩০০ শতাধিক লোক মৃত্যুবরণ করেন। ভয়াল এই দিনটি স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে মুজাফরাবাদ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
মুজাফরাবাদ গণহত্যা দিবস কমিটি আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে– শহীদ স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার, স্মরণসভা, মোমবাতি প্রজ্জ্বলন, গণসঙ্গীতানুষ্ঠান, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। অতিথি থাকবেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, পটিয়া সহকারী ভূমি কমিশনার রাকিবুল ইসলাম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার প্রমুখ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য গণহত্যা দিবস কমিটির আহ্বায়ক নরেন রায় চৌধুরী, সদস্য সচিব রাজীব সেন, বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ড. তাপসী ঘোষ রায়, বিপ্লব সেন ও কাজল কর অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।