কতদিন কতদিন তোমাকে দেখি না সুমনা
বাতিঘরে, কফি ইনে, বর্ষার আড্ডায়
আমরা বসিনা মুখোমুখি দুজনা!
সেই কবে আমাদের হয়েছিলো দেখা
যেন কোনো এক খ্রিস্টপূর্ব সন্ধ্যায়
সেই থেকে কতযুগ কত খ্রিস্টাব্দ
পেরিয়ে গেছে কালের ভেলায়!
কতদিন দেখি না তোমার এলোকেশি চুল
চিবুকের দ্বীপ, মায়াবী মুখখানা
জানি না!
আমার মতো তোমারও জাগে কি–না
এমন দিদৃক্ষা উন্মাদনা?










