দিদার বাদশার পালা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জারুলতলায় গত ১৪ নভেম্বর সন্ধ্যায় মঞ্চায়ন হয় ঐতিহ্যবাহী লোকনাট্য ‘দিদার বাদশার পালা’। চবির ৩য় বর্ষের (২০১৯২০ সেশন) শিক্ষার্থীদের উদ্যোগে এই নাটক মঞ্চস্থ হয়। এর নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন। গায়েন আব্দুল আজিজের পালা অবলম্বনে গাজীর গানের কাহিনি নিয়ে রচিত এই পালা। পালাটি সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফসার আহমদ।

পালানাট্যে গায়েনদোহারের মধ্যে দিয়ে গল্প প্রবাহিত হয়। নাটকটি বহু রসে সিক্ত। দর্শক যেমন প্রাণখোলা হাসবেন, করুণ রসে অশ্রুসিক্তও হবেন। এছাড়া গাজীপীরের অলৌকিক শক্তি সম্পর্কে অবগত হবেন। গীত, নৃত্য, নাট্যের মাধ্যমে পুরো পালাটি অন্য মাত্রায় নিয়ে যাবে।

এই পালায় গায়েন ও দোহাররূপে কাজ করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী প্রমি, আফ্রিদি, শয়ন, রাশেদ, মাসুম, রিংকী, ঈশাদ, শান্তনা, প্রিয়া, শফিক, হৃদয়, নিপু, সামি, নেজাম, রুদ্র, অপি, নির্জনা, ক্যাউ, অন্তর দে, রানা দাশ, সুমাইয়া, উর্মি, রবিউল, অরুন্ধতি, প্রিয়া দেব, পায়েল, পারমিতা, নাজনীন আক্তার, আবু সাঈদ ও আব্দুল আহাদ।

নাটকের আলোক পরিকল্পনায় আছেন সুবীর মহাজন। পোস্টার ডিজাইন করেছেন স্নিধা দেব। আবহ সংগীত পরিচালনা ক্যাউপ্রু মার্মা, নওয়াজেশ আশ্রাফ ঈশাদ, অরুন্ধতি, সামি বিন জাহেদ, আসিফ ইকবাল রুদ্র, উম্মে হাবিবা প্রমি, স্নিগ্ধা দেব, নীলিমা ইসলাম নির্জনা, রানা দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সমুদ্র দেখার গল্প ‘নীল জলের কাব্য’
পরবর্তী নিবন্ধভারতে বাস খাদে, নিহত ৩৬