আবারও দেখা হবে কোনো একদিন
কথা থাকবে বলার, বলা হবে না তবুও
দুজনেই চুপচাপ মুখোমুখি হবো ঠিক
পথ এগিয়ে নেবে বাড়িয়ে মনের ঋণ।
নীবরতারও কিছু কথা থাকে খুব গোপন
সেই কথা ব্যথা হয়ে পোড়ায় মনের ঘর
চোখের ইশারায় জমা থাকে কিছু অপ্রাপ্তি
দুজনকে পোড়াবে সমান, কাঁদবে দুটি মন।
কথা ছিলো এক হবো জীবনের পথে
হেঁটে হেঁটে দিগন্ত ছুঁয়ে দেবো বায়ু রথে।