দিকহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে গাউছে পাকের ভূমিকা অপরিসীম

ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

আল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে বড় পীর গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানীর (রা.) ফাতেহা উপলক্ষে এক মাহফিল গত ১৪ অক্টোবর দরবার শরীফে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন আল্লামা শাহ সুফী ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী (মা.জি..)। মাহফিলে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং হুজুর গাউছে পাকের জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহসানুল উলুম গাউছিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুর শুক্কুর আনসারী। তিনি বলেন হযরত গাউছুল আজম আবদুল কাদের জিলানী (রা.) দিকভ্রান্ত মুসলমানদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে ইসলামকে রক্ষা করেছিল তা ইসলামের ইতিহাসে বিরল। সারা বিশ্বের দিকহারা মুসলমানদের সঠিক পথের সন্ধান ও ইসলাম প্রসারের জন্য তাঁর ভূমিকা ছিল অপরিসীম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা সাইফুদ্দীন জহুর ওয়াজেদী, মুহাম্মদ মঈনুদ্দীন জহুর ওয়াজেদী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন, মাওলানা মফজল আহমদ কাদেরী, এস.এম রিদোয়ান, আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা আবু সাদেক আল কাদেরী, ইয়াসিন মাদানী, মাওলানা নুরুল ইসলাম জেহাদি, নুরুল মোস্তফা কাদেরী, নুরুল হক আল কাদেরী, মুফতী মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মুহাম্মদ লিয়াকত আলী নোমানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মন্দিরে বন্যহাতির তাণ্ডব
পরবর্তী নিবন্ধনতুন চিকিৎসায় জরায়ুমুখ ক্যান্সারের মৃত্যু ঝুঁকি ৪০ শতাংশ কমবে?