হাটহাজারী সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আফতাব আহমেদ পিয়ারু (২১) নামের হাটহাজারী মাদ্রাসার এক ছাত্র আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী পিয়ারু এ জবানবন্দি দেন। এর আগে ৩ দিনের রিমান্ড শেষে পিয়ারুকে আদালতে হাজির করা হয়। আদালতের জেলা পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রিমান্ড শেষে পিয়ারু নামের ওই মাদ্রাসা ছাত্রকে আদালতে হাজির করলে সে জবানবন্দি দিতে রাজি হয়। এক পর্যায়ে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। তিনি আরও বলেন, একই দিন হাটহাজারী থানার অপর তিনটি মামলায় ইমরান মাহমুদ (২২) নামের অপর একজনের ৩ দিন করে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। পুলিশ এ তিনটি মামলায় ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হাটহাজারিতে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের ব্যাপক সহিংসতা হয়। এতে নিহত হয় ৪ হেফাজত কর্মী। এসব ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাতনামা কয়েক হাজার জনকে আসামি করে মোট ৭টি মামলা দায়ের হয়। পরবর্তীতে গত ২২ এপ্রিল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দায়ের হওয়া এসব মামলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার হয় জামায়েত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও।