হাটহাজারী তাণ্ডবের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী। গতকাল রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী তিনি এ জবানবন্দি দেন। তান্ডবের ঘটনায় দায়ের করা একটি মামলায় ফারুকী দায় স্বীকার করে এ জবানবন্দি দিয়েছেন উল্লেখ করে আদালতের একটি সূত্র আজাদীকে জানান, এ মামলায় দু-দফা রিমান্ড শেষে ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ। একপর্যায়ে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হলে বিচারক তা রেকর্ড করেন।
গত ২১ মে হাটহাজারী তান্ডবের ঘটনায় ও হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফি হত্যা মামলায় হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার বড় দীঘির পাড় এলাকা থেকে ফারুকীকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক এ ফারুকী বাবুনগরীর পক্ষে গণমাধ্যমে বিবৃতি পাঠাতেন।












