চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যরা দেখা করেছেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সদস্যবৃন্দদের স্বাগত জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে প্রত্যেক সদস্যকে এলাকায় সার্বিক উন্নয়নের কথা ভাবতে হবে। প্রধানমন্ত্রীর গ্রামকে শহরে রূপান্তরের উন্নয়ন প্রস্তাবনার কথা মাথায় রাখতে হবে। মানুষের কল্যাণে জেলা পরিষদের সদস্যদের কাজ করতে হবে।
এ সময় ১ নং সংরক্ষিত ওয়ার্ডের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রওশন আরা বেগম, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও এডভোকেট মোস্তফা রাহিলা চৌধুরী রেখা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ফেরদৌস হোসেন আরিফ, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড কামাল খানম রুপা, এড. কামেলা খানম রুপা, এডভোকেট জুবাঈদা সরওয়ার চৌধুরী নিপা, এড. জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, এড. পাপড়ী সুলতানা লাকী, এড. উম্মে হাবিবা, এড শারমিন ইয়াসমিন নিপা, এড. সোমায়তুন নূর বৃষ্টি, শামিমা আক্তার মুন্নি, পারভীন আক্তার চৌধুরীসহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন মহিলা সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












