দাড়ি কামানোয় তালেবানের নিষেধাজ্ঞা

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সব সেলুনে দাড়ি কামানো ও ছাঁটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, শরিয়া আইন চালুর অংশ হিসেবে এ নিয়ম জারি করে তালেবান বলেছে, এই আদেশ কেউ না মানলে তাকে শাস্তি পেতে হবে। রাজধানী কাবুলের কয়েকজন নাপিত জানিয়েছেন, তারাও একই ধরনের নির্দেশ পেয়েছেন।
বিবিসি লিখেছে, দুই দশক পর ক্ষমতায় ফিরে তালেবান নমনীয় ভাবমূর্তি গড়ার চেষ্টা করলেও এমন নির্দেশনা তাদের আগের মতই কঠোর আইনে ফিরে যাওয়ার ইংগিত। ুগত মাসে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান তাদের বিরোধীদের কঠোর শাস্তি দিতে শুরু করে। হেরাত প্রদেশে গত শনিবার অপহরণের অভিযোগে চার ব্যক্তিকে গুলি করে হত্যার পর মৃতদেহ রাস্তায় ক্রেইন থেকে ঝুলিয়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।
এখন দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে চুল এবং দাড়ির ছাঁটে শরিয়া আইন মেনে চলতে ক্ষৌরকারদের হুঁশিয়ার করে দিয়েছেন তালেবান কর্মকর্তারা। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, এ নিয়ম নিয়ে কারো অভিযোগ করার অধিকার নেই। কাবুলের একজন নাপিত বলেন, তালেবান যোদ্ধারা এসে দাড়ি ছাঁটা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। তাদের একজন আমাকে বলেছেন, আমাদের ধরতে তারা গোপনে লোক পাঠাতে পারে।
রাজধানীর অন্যতম বড় একটি সেলুনের ক্ষৌরকার জানিয়েছেন, সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে তিনি ফোন কল পেয়েছেন। তারা আমেরিকান স্টাইল বন্ধ করার নির্দেশ দিয়েছে। কারো দাড়ি ছাঁটা কিংবা কামাতে নিষেধ করেছে।

পূর্ববর্তী নিবন্ধতিন জাপানি গাড়িসহ ৭৫ লট পণ্যের নিলাম কাল
পরবর্তী নিবন্ধপ্রথম নারী মেয়র পাচ্ছে বার্লিন