দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট মিয়া মার্কেটস্থ ব্রিটিশ অ্যামেরিকান এন্ড ট্যাবাকো পরিবেশক জাওয়াদ এন্টারপ্রাইজের কার্যালয় থেকে ৫৫ লাখ টাকার বিভিন্ন ব্যাণ্ডের ৯৪ কার্টন সিগারেটের ও নগদ ২ লাখ ৭৮ হাজার ১৪৫ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উক্ত কার্যালয়ের দারোয়ানকে বেঁধে রেখে এ ঘটনা ঘটায় তারা ।
ক্ষতিগ্রস্ত পরিবেশক জাওয়াদ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক(বিক্রয়) সিদ্দিকুর রহমান দাবি করেন- গত ১৫ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে ১৪ থেকে ১৫ জন দুর্বৃত্ত আমার কার্যালয়ের ১১টি তালা কেটে ভেতরে ঢুকে পড়ে। তখন কার্যালয়ের নৈশ প্রহরীকে তারা হাত-পা বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে ওই কার্যালয়ের সাথে থাকা স্টোররুম থেকে বেনসন, গোল্ডলিফসহ ৯৪ কার্টন সিগারেট ও নগদ ২ লাখ ২৯ হাজার টাকা লু্ুট করে বাইরে অপেক্ষমাণ একটি কাভার্ড ভ্যানে করে নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশের টহলদল ঘটনাস্থলে আসলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এপ্রসঙ্গে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন মিয়া মার্কেটের ঘটনাকে চুরি দাবি করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তরা মামলা দিতে থানায় এসেছেন।