দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় আলোচনা সভা

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর দক্ষিণ বুশ্চির ইউনিয়নের সফদার খাঁন চৌধুরী বাড়ির মা মঞ্জিলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন ও নুরানী মাদ্রাসা। গত সোমবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুন নবী, ফারুক চৌধুরী, মো. ইস্কান্দর ও দৈনিক আজাদীর সহ-সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম মোহরা রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির। মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল চৌধুরী, হারুন চৌধুরী, হাজী ইয়াকুব, জামাল উদ্দিন খান, ফখরুদ্দিন লিটন, জাহেদুল ইসলাম, মনোয়ার ইসলাম চৌধুরী, মাওলানা হাফেজ নেজাম উদ্দিন, হাফেজ জাহেদুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, হাফেজ বেলাল উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের দপ্তর সম্পাদক মাকসুদুর রহমান ওসামা। হামদ-না’ত পরিবেশন করেন হাফেজ জসিম উদ্দিন, হাফেজ রাশেদ, ইকবাল মো. জাহেদ, হাফেজ সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, সন্তান বড় হয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানে খুশি পড়ুক। তবে তার প্রাথমিক পাঠটা যদি দারুস সুন্নাহ মাদ্রাসার মত দ্বীনি প্রতিষ্ঠান থেকে হয় তাহলে সে শিশু বড় হয়ে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হবে। এমন সন্তান বাবা-মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পরম যত্নে সারাজীবন আগলে রাখবে নিজের কাছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার
পরবর্তী নিবন্ধজেল হত্যা দিবসে দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ