দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফে মাহফিল

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৫ অপরাহ্ণ

দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফে ৪৮তম ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল গত শুক্রবার দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি বেলায়েত হোছাইন আলকাদেরী। তিনি বলেন, গাওসুল আজম হযরত সৈয়্যদ আব্দুল কাদের জিলানীর (রহ.) শিক্ষা ও তাসাউফের আদর্শ আজও মানবজীবনের পরিশুদ্ধি ও সমাজের কল্যাণে আলোকবর্তিকা হয়ে আছে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা জাকির হোসাইন শাহ ও দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফের নায়েবে মোন্তাজিম আকিব শাহ আল আজাহারী। আলেমদের মধ্যে বক্তব্য রাখছেন পীরজাদা বায়েজিদ আশরাফী আল চিশতী, আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ ওসমান গণী ছালেহী, সৈয়দ মোহাম্মদ হাছান আল আজহারী ও মোহাম্মদ আতাউল্লাহ নঈমী। আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসুফি বেলায়েত হোছাইন আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকানাইমাদারী ইসলামিয়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধতপন বড়ুয়া সাদলের গ্রন্থের পাঠ উন্মোচন