পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীল দারুল হুদা দরবার শরীফে ঈদের তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা বেলায়েত হোছাইন আলকাদেরী। মাদ্রাসা–এ–নুরীয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত সভা প্রধান অতিথি ছিলেন দারুল হুদা ফাউন্ডেনের চেয়ারম্যান আলহাজ শাহ জাকির হোছাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহদী আকিব শাহ্্ আল–আজহারী। বক্তারা বলেন, ত্যাগ ও পরোপকার সাধনের মাধ্যমেই বৈষম্যমুক্ত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।