দারুল মদিনা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা এলাকার পূর্ব হোসেন আহমদ পাড়া মাজারগলি গাজীপুর পাড়ায় অবস্থিত দারুল মদিনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ রবিউল হাসান কাদেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মুহাম্মদ আলী শাহ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ মুফিজুর রহমান আল কাদেরী।

বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষক মাওলানা মো. ইমরান শাহাদাত, হাফেজ মোহাম্মদ গোলাম আজম, মাস্টার মোহাম্মদ আরাফাতুল ইসলাম তানজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষিকা সাইমা সুলতানা, সেতু আক্তার, মিম আক্তার, সুমাইয়া আক্তারসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি হিফজ বিভাগ থেকে দাওরা সম্পন্নকারী তিনজন শিক্ষার্থী কুরআনে হাফেজ হাফিজুল ইসলাম রাহাত, শাহনেওয়াজ মো. সায়েম ও তরিকুল ইসলাম জেহাদকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু মনে আনন্দ জাগাতে চিত্রাংকন অন্যতম মাধ্যম
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা