নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার মাদ্রাসা সড়কের সামনে মানববন্ধন করেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়া। মানববন্ধনে বিশেষ বক্তা ছিলেন, আহমদুর রহমান নদভী, মাহমুদুল হাসান আল ক্বাফী। মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সরকারের কাছে এ ব্যাপারে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থাসহ শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।