পাহাড়তলী সরাইপাড়াস্থ দারুন্নাজাত হিফয মডেল ও গার্লস মাদরাসার যৌথ উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফয সংবর্ধনা গত ২ অক্টোবর অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে ও আশিক উল্লাহ ও রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের আরবি প্রভাষক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা কামাল হোসেন, হারুনুর রশিদ নূরী, খতিব মাওলানা এমদাদুল হক নিজামী, দিদারুর রহমান সুমন, খাজা আলা উদ্দিন, নূর আহমেদ গুড্ডু, সাব্বির আহমেদ ওসমানী, আলী আজগর সুমন, মোহাম্মদ আলম প্রমুখ। অতিথিবৃন্দ হিফয বিভাগের ৬ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মিলাদ শেষে দেশ জাতির উন্নতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া–মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।