দারুণ এক জয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পরাজিত করে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিঃ। মিরপুর শেরে বাংলা স্টেডিামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করে আবাহনী ৫০ ওভারে তোলে ২৭১ রান। জবাবে প্রাইম ব্যাংক ১১ বল বাকি থাকতে অলআউট ২৪৩ রানে। এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগে জায়গা করে নিল আবাহনী।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাকের আলি এবং মাহমুদুল হাসান জয় আবাহনীল শুরুটা ভাল করেছিল। জয় ফিরেন ২১ রান করে। এরপর লিটন, জাকের এবং আফিফ তিনজনই ফিরেন ৩০ রান করে। এরপর মোসাদ্দেক ফিরেন ৫৬ বলে ৪০ রান করে। এরপর শামীম হোসেনের আগ্রাসী কিছু শটে বাড়ে রানের গতি। মেহেদিকে স্লগ সুইপ করতে গিয়ে ৭৪ বলে ৫৮ করে বোল্ড হন বিহারি। দুটি চার ও তিনটি ছক্কায় শামীম করেন ২৭ বলে ৩৫ রান। শেষ দিকে সাইফ উদ্দিনের ব্যাট থেকে আসে দুটি ছক্কা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি প্রাইম ব্যাংক। কোনো রান যোগ হওয়ার আগে দুই উইকেট হারানো প্রাইম ব্যাংককে টেনে তোলার চেষ্টা করেন শাহাদাত হোসেন ও মুমিনুল হক। তবে তাদের জুটিও খুব বড় হয়নি। ৩৪ বলে ১৫ করেন মুমিনুল । শাহাদাত আউট হন ৬৪ বলে ৩৯ রান করে। এরপর টিকতে পারেননি নাসির হোসেনও।এরপর দলকে টেনে নেন মিঠুন। ৬৯ বলে হাফ সেঞ্চুরি করা মিঠুন পরের ৫০ রান করেন ২৭ বলে। কিতু দলকে জেতাতে পারেননি। ফিরেন ১০৩ রান করে।












