দারুণ জয়ে শুরু চ্যাম্পিয়ন আবাহনীর

সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪১ পূর্বাহ্ণ

দারুণ এক জয়ে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করেছে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিমিটেড। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের প্রথম ম্যাচে আবাহনী লিঃ ২ উইকেটে হারায় প্রিমিয়ার লিগে নবাগত দল রাইজিং স্টার জুনিয়রকে। দারুন বোলিংয়ের পর ব্যাটিংয়েও বেশ ভালো করেছে আবাহনী। আর তাতেই জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আবাহনী। দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন শাহাদাত হোসেন দিপু।

প্রথমে ব্যাট করতে নামা রাইজিং স্টার ক্লাব জুনিয়র শুরুটা ভালো করতে পারেনি। ১৭ রানে দুই ওপেনারকে হারায় রাইজিং স্টার জুনিয়র। এরপন অবশ্য শেষ দিকে দলকে এগিয়ে নেন তাসামুল হক। তার ৫১ বলে ৫৯ রানের দারুণ ইনিংসের উপর ভর করে রাইজিং স্টার জুনিয়র নির্ধারিত ৪০ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অন্যান্যের মধ্যে আশরাফুল হোসেন ১৯ বলে ৩৯, আল আমিন ৩৬, সাদ্দাম ২২ রান করেন। আবাহনী লিঃ এর পক্ষে ২ টি করে উইকেট নেন আবু বক্কর এবং হান্নান।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আবাহনী। ৯ রানে দুই উইকেট হারানো আবাহনীকে টেনে তোলার চেষ্টা করেন শাহাদাত হোসেন দিপু এবং মো. শোয়েব। দু’জন যোগ করেন ৭৩ রান। ২১ রান করে ফিরেন শোয়েব। কিন্তু দিপু দলকে টেনে নেন। এরই মধ্যে ১৪ রান করে ফিরেন হান্নান। দলকে ১১৮ রানে পৌঁছে দিয়ে ফিরেন দিপু। ফিরে আসার আগে ৭৪ বলে ৮ টি চার এবং ২ টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে আসেন দিপু। এরপর আরো দুটি উইকেট হারালেও অধিনায়ক সাজ্জাদ হোসেন রিপন এবং আবু বক্কর সিদ্দিক মিলে ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন দলের। রিপন করেন ২৮ বলে ২৮ রান। আর আবু বক্কর ২০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে তিনটি উইকেট নেন সাদাত হৃদয়। ২টি উইকেট নিয়েছেন তারেক আজিজ।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিগের স্পন্সর ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকের ইস্পাহানি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম, সিজেকেএস সহসভাপতি ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন, স্পন্সর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মির্জা শাকিল ইস্পাহানী, টি ট্রেট, ইস্পাহানী টি লি: এর জেনারেল ম্যানেজার শাহ্‌ মঈনউদ্দীন হাসান, সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ, এস এম আবদুল্লাহ্‌ আল মামুন, আব্দুর রশিদ লোকমান, সাইফুল আলম খান, এস.এম. ইকবাল মোর্শেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবলের ফলাফল
পরবর্তী নিবন্ধদেবে যাচ্ছে হিমালয়ের জোশীমঠ শহর, বাড়িঘরে ফাটল