আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, দেশের সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। দেশের প্রতিটি সেক্টরে সহায়তা প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, দারিদ্র বিমোচনে ছাগল পালন একটি বাস্তবধর্মী কর্মসূচী। তাই দেশের অন্যান্য খাতের ন্যায় ছাগল পালনকারী খামারীদেরও প্রণোদনা, পুরস্কার প্রদান করে তাদের উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। ফলে শিক্ষিত যুব সমাজসহ অনেকেই এখন ছাগল পালনে আগ্রহী হয়ে উঠছে। তিনি গতকাল শুক্রবার সকালে চন্দনাইশ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, থানা ভারপ্রাপ্ত ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানী সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, ডা. মো. ফয়সাল, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় ২ জনকে ১ম পুরস্কার ২টি এলইডি টিভি এবং কয়েকজনকে ছাগলের ঘর নির্মাণ সামগ্রী, গৌ-খাদ্য, ওষুধ বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে একটি র্যালী বের করা হয়।