দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি গ্রহণ করা প্রয়োজন

সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের যাকাত শীর্ষক আলোচনায় বক্তারা

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ৩১ মার্চ দোহারের এক রেস্টুরেন্টে কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফ এ ইসলামিক মিশন (ওয়াকফ) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ জয়নাল আবেদীন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে ইসলামের অর্থনৈতিক কর্মসূচি হচ্ছে যাকাত। রাষ্ট্রীয়ভাবে যাকাত সংগ্রহ ও বণ্টন করা হলে অল্প সময়ের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূরীভূত হবে। তাই গরিব মানুষের ভাগ্য বদলে দিতে এবং দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে হবে সরকারকে। কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান ও নাইম উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুল হাসান। অনুষ্ঠানে অতিথি ছিলেন মুহাম্মদ নাজিমউদ্দীন, মুহাম্মদ মোতাহের আল হোসেন, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ রফিকুল আলম, সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত, মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ সেলিম, আহমুদুর রহমান মাসুদ ও হাফেজ মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি, সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, মুহাম্মদ গিয়াসউদ্দিন, খোরশেদ ইসহাক, মুহাম্মদ সালাউদ্দিন, নাজিম শাহ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ তৈয়ব আলী, তায়েব রুবেল, মুহাম্মদ ইসহাক কাদেরী, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, হাফেজ নেজাম, তারেকুল ইসলাম, মুহাম্মদ ইলিয়াস, জসিম, রুবেল, শেখ শামীম চিশতিসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালা থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বাইক দুর্ঘটনায় আহতের ৩ দিন পর যুবকের মৃত্যু