চলতি মাসে ১৪১ টাকা বাড়িয়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বুধবার রাজধানীর বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাম বাড়ানোর ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে বলে জানান তিনি। খবর বাংলানিউজের।
বিইআরসির নতুন দর বলছে, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৯৪ টাকা ৯৬ পয়সা, যা গত মাসে ছিল ৮৩ টাকা ২১ পয়সা। জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯৯৯ টাকা। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে সংস্থাটি।