দাম দামা দাম

আশরাফ চৌধুরী | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

কী যে করি, বাপরে বাপ

যে দিকে যাই দামের চাপ

বুকের ভেতর ধুপধাপ

ব্যবসাদারগণ চুপচাপ

চাপটা বাড়ে বাজার গেলে

সবই কেমন গোলমেলে

দামটা শুনেই চমকে পিলে

বণিক মশাই চামড়া ছিলে

মাছমাংস চুলোয় যাক

শাক আনাজই কিনি

রুই কাতলা টেংরা পুটি

ওসব কি আর চিনি

গরিব হালের ক্রেতা বোঝে

দোকানী আর কাউকে খোঁজে

আয়ের সাথে ব্যয়ের ফারাক

পাগলা ঘোড়া একটু দাড়াঁক

উপার্জনের সিংহটা খায়

নিত্য পণ্যের বাজার

মুদি ভাইকে সব দিয়েও

বাকী থাকে হাজার

এমনি করে দিন কেটে যায়

কিন্তু আবার কাটে না

মধ্যবিত্তের বুক ফাটলেও

মুখটা কভু ফাটে না

পূর্ববর্তী নিবন্ধজনসমাগমে ধূমপান গর্হিত অপরাধ
পরবর্তী নিবন্ধবাংলার নারীর স্বপ্নদ্রষ্টা