দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকলে খাবারের গ্রহণযোগ্যতা বাড়ে

মিলানো এক্সপ্রেসের নতুন মেন্যু উন্মুক্ত করলেন শিক্ষা উপমন্ত্রী

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় রুচি সম্মত নিরাপদে তৈরি খাদ্যসামগ্রী বিপণন প্রতিষ্ঠান মিলানো এক্সপ্রেসের দেশি ও আন্তর্জাতিক মানের মুখরোচক খাবারের নতুন বছরের জন্য নতুন মেন্যু উন্মুক্ত করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
তিনি বলেন, ভোক্তার কাছে সহজলভ্য খাবার এবং দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হলে বিক্রেতা প্রতিষ্ঠানের মেন্যুর গ্রহণযোগ্যতা বাড়ে ও সাধারণের কাছে প্রিয় হয়ে উঠে। বর্তমান সময়ে মানুষের চাহিদার পরিপূরক খাদ্য সামগ্রীর গুণগত মানের পাশাপাশি নিরাপদ খাদ্য পরিবেশনার বিষয়টিকেও বিক্রেতা প্রতিষ্ঠানের মাথায় রাখতে হবে। কারণ নিরাপদ খাদ্য জনস্বাস্থ্য রক্ষার প্রধান শর্ত। তিনি বিক্রেতা ও উদ্যাক্তাদের উদ্দেশে বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য বিপণন শুধুমাত্র ব্যবসাই নয়, এটা এক ধরনের সেবা। মিলানো এঙপ্রেসের পরিচালক বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, এন. মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মনজুরুল হক, বিসমিল্লাহ কার সেন্টারে পরিচালক মোহাম্মদ জোবায়ের সাদেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে গ্রামে গ্রামে হত্যাযজ্ঞ
পরবর্তী নিবন্ধইসি গঠনে যে দাবি জানাল টিআইবি