দাম কমল জেট ফুয়েলের

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

দেশের অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি তেল (জেট ফুয়েল) প্রতি লিটার ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গতকাল বুধবার মূল্য হ্রাসের কথা বলেছে বিইআরসি। এদিন রাত ১২টা থেকেই নতুন দর কার্যকর হয়। খবর বিডিনিউজের।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। সেসময় কমিশন বলে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হবে। বিশ্ববাজারে দাম বাড়লে দেশে বাড়বে এবং কমলে কমানো হবে।

পূর্ববর্তী নিবন্ধখ্যাতিমান চিকিৎসক ডা. এম এ রউফের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআজ আলিয়ঁস ফ্রঁসেজে তৃতীয় আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু